চট্টগ্রামে করোনায় মৃত্যু ৮৫ জনের, আক্রান্ত ৩,৫৩৭

চট্টগ্রাম মহানগর এবং জেলার ১৫টি উপজেলায় করোনা ভাইরাস সংক্রমনের সংখ্যা সাড়ে ৩ হাজার পেরিয়ে গেছে। বুধবার মধ্যরাতে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৫৩৭ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৫ জনের।
চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৩ এপ্রিল।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ৩ জুন নতুন করে করোনা আক্রান্ত হয় ১৪০ জন। এর মধ্যে ৮৬ জন চট্টগ্রাম মহানগর এলাকার এবং ৫৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। ৩ জুন ২৪ ঘণ্টার ব্যবধানে করোনা আক্রান্ত ২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা ৮৫ জন।
সিভিল সার্জন কার্যালয় সুত্র জানায়, বুধবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১৫৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা পজেটিভ শনাক্ত হয় ২৯ জনের।
চট্টগ্রাম মেডিকেল কলেজে ২২৬টি নমুনা পরীক্ষা করে ৭৫ জনের এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৪৬টি নমুনা পরীক্ষা করে ৩৬ জনের করোনা পজেটিভ পাওয়া যায়।