চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ১৩ করোনা রোগী শনাক্ত

চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। রোববার এসব রোগী শনাক্ত হলেও সোমবার সকালে ফলাফল জানানো হয়।
করোনা শনাক্ত হওয়াদের মধ্যে রয়েছে একজন চিকিৎসক ও চারজন পুলিশ সদস্য রয়েছে। আক্রান্ত চিকিৎসক নগরের পাঁচলাইশ থানার ও পুলিশের সদস্যরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত। এ ছাড়া নগরের চান্দগাঁও এলাকার এক বাসিন্দার মৃত্যুর পর করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, রোববার ২৬৬টি নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে ১৫ জনের করোনা শনাক্ত হয়। তারমধ্যে ১৩ জন চট্টগ্রাম জেলার বাসিন্দা। এটি চট্টগ্রামে একদিনে আক্রান্তের সংখ্যার মধ্যে সর্বোচ্চ।
সিভিল সার্জন বলেন, এ পর্যন্ত সাতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৯৪ জন।