চট্টগ্রামে একই পরিবারের ৬ সদস্য করোনায় আক্রান্ত

চট্টগ্রামে একই পরিবারের ৬ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একইদিন চট্টগ্রামে আরও একজন ও লক্ষীপুরের তিনজনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, রোববার ফৌজদারহাটের ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ১০টি পজেটিভ। আক্রান্তদের ৭ জন চট্টগ্রামের বাসিন্দা। সাতকানিয়ার রূপনগরের একই পরিবারে আক্রান্ত ৬ জনের মধ্যে ৪ জন পুরুষ ২ জন নারী।
এদিকে, রাজবাড়ী থেকে ফেরা একজনের নমুনা পজিটিভ হওয়ায় তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নগরের মাদারবাড়ি এলাকার বাসিন্দা ও সরকারি চাকরিজীবী। তার নমুনা রাজবাড়ীতে সংগ্রহ করে সেখানে পরীক্ষা করা হয়েছিল।
চট্টগ্রামে এ পর্যন্ত ৪৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে মারা গেছেন ৫ জন।