চট্টগ্রামের হালিশহরে বাজারে আগুন
চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকার গোডাউন বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে লাগা আগুনে পুড়ে গেছে বাজারের বেশ কয়েকটি দোকান। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ পরিচালক শামীম আহসান চৌধুরী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, সকাল ৮টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের আগ্রাবাদ এবং বন্দর ইউনিটের ১০টি গাড়ি সকাল ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে সেমিপাকা কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। তদন্ত করে আগুনের কারণ এবং ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে।