চকবাজারে প্লাস্টিকের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে
পুরান ঢাকার চকবাজারের এসকে টাওয়ারের প্লাস্টিকের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স হেডকোয়ার্টার্সের ডিউটি অফিসার লিমা খানম জানান, বিকেল সাড়ে চারটায় এসকে টাওয়ারের ছয়তলা ভবনের তিনতলায় আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট ঘটনাস্থলে যায় এবং দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি পুরান ঢাকার চকবাজার এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৭০ জনের প্রাণহানি ঘটে।
ভয়াবহ সেই অগ্নিকাণ্ডে চকবাজারের চুড়িহাট্টা মোড়ের নন্দ কুমার লেনের বেশ কয়েকটি ভবনের আবাসন দোকান, কেমিক্যাল ও প্লাস্টিকের গুদাম পুড়ে যায়।
৭০ জনের প্রাণহানি ছাড়াও আরও অনেকে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম হন ওই অগ্নিকাণ্ডে।