গ্রেপ্তার করতে গিয়ে আসামির বাবাকে রক্ত দিলেন এসআই

হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে তার বাবাকে রক্তদান করেছেন চট্টগ্রামের আকবর শাহ থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউল আলম।
শনিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এ ঘটনা ঘটে।
রক্তদান শেষে আসামি এমদাদ হোসেনকে গ্রেপ্তার করেন তিনি। ২০১৯ সালের অক্টোবরে নগরীর আকবর শাহ থানার কৈবল্যধাম এলাকার রশিদ কলোনিতে খুন হওয়া যুবক জসিম উদ্দিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এমদাদ।
এসআই বদিউল আলম জানান, এমদাদকে ধরতে একাধিকবার অভিযান চালানো হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, সে চমেক হাসপাতালে আসবে। এরপর তাকে ধরতে একটি টিম নিয়ে হাসপাতালে অবস্থান করি। পরে সে হাসপাতালে প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করা হয়। তবে
গ্রেপ্তারের পর এমদাদ জানায়, তার বাবার অস্ত্রোপচার হয়েছে, রক্তের প্রয়োজন। এরপর রক্তের গ্রুপ কি জিজ্ঞেস করলে আমার সঙ্গে মিলে যায়। তারপর আমি রক্ত দেই।
বদিউল আলম আরও জানান, মানবিক কারণে আমি রক্ত দিয়েছি। একজন মানুষকে সুস্থ করতে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করতে স্বেচ্ছায় এ কাজ করেছি। অন্য কোনো উদ্দেশ্য ছিল না। হয়তো আসামিকে ধরে নিয়ে গেলে রক্তের অভাবে তার অসুস্থ বাবার সমস্যা হতো। তাই একজন বাবাকে রক্ত দিয়ে সাহায্য করেছি। আমি প্রশংসা পেতে একাজ করিনি।
আকবরশাহ থানার ওসি মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, এটি ভালো কাজ। পুলিশ সম্পর্কে মানুষের নেতিবাচক ধারণা এসব কাজের মাধ্যমে পাল্টাচ্ছে।
নোয়াখালীর বাসিন্দা এমদাদকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।