গ্যাস বিলে বিলম্বে জরিমানা দিতে হবে না

আবাসিক খাতে ফেব্রুয়ারি থেকে মে মাসের গ্যাস বিল সারচার্জ বা বিলম্ব মাশুল ছাড়াই পরিশোধ করা যাবে। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রোববার প্রচারিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবাসিক গ্যাস বিল নির্ধারিত সময়সীমার মধ্যে পরিশোধের জন্য বিপুল গ্রাহককে বিভিন্ন ব্যাংকে প্রায় একই সময়ে উপস্থিত হতে হয়। বিল পরিশোধের জন্য এমন উপস্থিতি করোনা ভাইরাসের সংক্রমণকে ত্বরাণ্বিত করার ঝুঁকি রাখে।
এই প্রেক্ষিতে সরকার আবাসিক খাতে গ্যাস বিল পরিশোধ করার ক্ষেত্রে গ্যাস বিপণন নিয়মাবলি (গৃহস্থালী)-২০১৪-এর নির্ধারিত সময়সীমা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। তাই আবাসিক গ্রাহকেরা কোনো প্রকার সারচার্জ বা বিলম্ব মাশুল ছাড়াই ফেব্রুয়ারি থেকে মে মাসের গ্যাস বিল জুন মাসের যেকোনো দিন সুবিধামতো পরিশোধ করতে পারবেন।