গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে দুর্ভোগ
আজ (১৩ নভেম্বর) সকালে রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে।
পরিমাণে বেশি না হলেও সকালের নেমে আসা এই হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়েন অফিসগামী লোকজনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
কারো কারো কাছে ছাতা থাকলেও বেশিরভাগই বৃষ্টিতে ভিজতে ভিজতে গন্তব্যে রওনা হন।
এদিকে বৃষ্টির ফলে সড়কগুলোতে যানবাহনের চাপও বেড়ে যায়। অনেককেই বাসের জন্য দীর্ঘসময় অপেক্ষা করতে দেখা গেছে, বাসের ভেতরেও ছিল উপচেপড়া ভিড়।
তবে গতকালের (শনিবার) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকাসহ রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারাদেশের রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে সুস্পষ্ট লঘুচাপ এবং পরে লঘুচাপ হিসেবে উত্তর তামিলনাড়ু ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। তবে এটি গুরুত্বহীন হয়ে যেতে পারে।
এদিকে, দেশের বিভিন্ন জেলার আবহাওয়া পরিস্থিতি জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। লক্ষ্মীপুর এবং কুমিল্লাতে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টি হয়নি। এছাড়া, বৃষ্টির দেখা পাওয়া যায়নি নোয়াখালী ও কক্সবাজারেও।
অন্যদিকে, দেশের পূর্বাঞ্চলে অবস্থিত হবিগঞ্জে বৃষ্টির কোন আলামত পাওয়া যায়নি। এ শহরে দিনে গরম থাকলেও শেষরাতে মৃদু শীত অনুভূত হচ্ছে বলে জানা গেছে।