গাড়ি, ফোন পরীমনিকে ফেরত দিতে আদালতের নির্দেশ
চিত্রনায়িকা পরীমনির আবেদনে সাড়া দিয়ে তার ব্যবহৃত গাড়ি, মোবাইল ফোন, ল্যাপটপসহ জব্দ করা ১৬ আলামত ফেরত দেয়ার আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালত এ আদেশ দেন।
আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।
গত ১৫ সেপ্টেম্বর আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী পরীমনির ব্যবহৃত সাদা রঙের একটি গাড়ি, মোবাইল ও ল্যাপটপসহ অন্যান্য জব্দ করা জিনিসপত্র ফেরত চেয়ে আদালতে আবেদন করেন।
যেসব জিনিস পরীমনি ফেরত পাচ্ছেন তা হল- একটি গাড়ি, একটি সিলভার রঙের ও আরেকটি সাদা রঙের ল্যাপটপ, একটি সোনালী রঙের আইপ্যাড, একটি স্পেসিফিক ব্লু, আরেকটি গোল্ডেন ও অপর একটি সাদা রঙের আইফোন, একটি গ্রামীন ন্যানো সীম কার্ডসহ গ্যালাক্সী ফোন, দুটি পাসপোর্ট, একটি ব্র্যাক ব্যাংকের ভিসা কার্ড ও আরেকটি গোল্ডকার্ড, একটি স্ট্যান্ডার্ড ব্যাংকের ভিসা কার্ড, একটি মেমোরি কার্ড, একটি ১৬ জিবি পেনড্রাইভ ও একটি টেলিটক মডেম।