গাইবান্ধায় বাসের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২ জন। ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলা বকচর এলাকায় শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার সামনে ফাঁসিতলা এলাকায় ঢাকা থেকে রংপুরগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস এক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ৬ যাত্রী নিহত হন। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত এবং ৫ জন গুরুতর আহত হয়।
নিহতরা হলেন, দুখু মিয়া (৬৫), সোহাগ (২২), আশরাফ (৬০), রিপন (৩২), সুজন (৪০) এবং খোকন (৩৮)। আহতরা হলেন সিদ্দিক (৪০) ও মাজেদুল (৩৮)। তাদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতরা সবাই গোবিন্দগঞ্জের স্থানীয় বাসিন্দা।
বাসের চালক ও হেলপার দুর্ঘটনার পরপরই পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা গেছে।