গণতন্ত্র সূচকে বাংলাদেশের চার ধাপ উন্নতি
২০২০ সালে বিশ্বব্যাপী গণতান্ত্রিক ব্যবস্থার অবনতি অব্যাহত থাকা সত্ত্বেও, ইকনোমিক ইন্টেলিজেন্স ইউনিটের 'ডেমোক্রেসি ইনডেক্স- ২০২০' এ চার ধাপ এগিয়েছে বাংলাদেশ। ফলে ১৬৫ দেশের সারণীতে বাংলাদেশ ৭৬তম স্থানে উঠে আসে।
গণতন্ত্র চর্চার নানা শ্রেণিতে ১০ পয়েন্টের ভিত্তিতে এই র্যাংকিং সারণী প্রস্তুত করে ইকনোমিক ইন্টেলিজেন্স ইউনিট- ইআইইউ। মোট ৫.৯৯ স্কোর নিয়ে ৭৬ তম হয় বাংলাদেশ। এরমধ্যে নির্বাচন প্রক্রিয়া ও সার্বজনীনতার শ্রেণিতে পায় ৭.৪২ পয়েন্ট। সরকার পরিচালনায় ৬.০৭, রাজনৈতিক অংশগ্রহণে ৫.৬৩ এবং নাগরিক স্বাধীনতায় পেয়েছে ৪.৭১ পয়েন্ট।
এরআগে, ২০১৯ সালে প্রকাশিত ইআইইউ ডেমোক্রেসি ইনডেক্স-২০১৮' এ বাংলাদেশ ৫.৮৮ স্কোর নিয়ে ৮০তম স্থান লাভ করে।