খুলনায় করোনা উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু
খুলনায় করোনা উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। রোববার রাত ৯টা থেকে সোমবার ভোর সাড়ে পাঁচটার মধ্যে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
খুমেক হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) করোনা ইউনিটের মুখপাত্র ডা. মিজানুর রহমান জানান, সর্দি-জ¦রসহ করোনার উপসর্গ অবস্থায় খুলনা মহানগরীর রায়েরমহল এলাকার মৃত মজিদ হাওলাদারের ছেলে দেলোয়ার হোসেনকে (৬৫) রোববার সকাল পৌঁনে ১০টার দিকে খুমেক হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর সাড়ে ৫টায় মারা যান তিনি।
এছাড়া রোববার রাত ১১টার দিকে নগরীর দৌলতপুর এলাকার রাজিব হোসেনের মেয়ে মিম (১২) জ্বর ও সর্দি-কাশি নিয়ে ভর্তি হয় । চিকিৎসাধীন অবস্থায় রাত পৌঁনে ১২টার দিকে তার মৃত্যু হয়।
অপরদিকে সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানার সুশান্ত ম-লের ছেলে রিপন (২২) দুদিন ধরে জ্বর কাশি নিয়ে খুমেকের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১২ টায় তার মৃত্যু হয়।
যশোরের কেশবপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের মোসলেম দফাদারের ছেলে মোহাম্মদ আলম (৩০) লিভারের সমস্যা ও শ্বাসকষ্ট নিয়ে রোববার দুপুর ৩টায় খুমেক হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান ডা. মিজানুর রহমান।
এর আগে রোববার সকালে করোনার উপসর্গ নিয়ে খুমেক হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় নড়াইল সদর উপজেলার হাটবাড়িয়া গ্রামের আবদুল মান্নানের স্ত্রী রোকেয়া (৬৫) এবং গোপালগঞ্জের কোটালীপাড়ার কলোনি রোডের বাসিন্দা বদরুল আলমের স্ত্রী কামরুন নাহার (৪৫)।