খালেদা জিয়া করোনা পজিটিভ: স্বাস্থ্য অধিদপ্তর
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) ল্যাবরেটরি রিপোর্ট থেকে এ তথ্য জানা যায়।
রিপোর্ট অনুযায়ী, গত শনিবার (১০ এপ্রিল) নমুনা পরীক্ষা করা হয়, নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছেন তিনি।
৭৪ বছর বয়সী খালেদা জিয়ার বাতের ব্যথা, ডায়াবেটিস, চক্ষুরোগ ও অন্যান্য বার্ধক্যজনিত সমস্যা রয়েছে।
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিলেন খালেদা জিয়া। পরে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে চিকিৎসাধীন ছিলেন।
পারিবারিক আবেদনের পরিপ্রেক্ষিতে করোন ভাইরাস মহামারির মধ্যে তাকে গত বছরের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে অস্থায়ীভাবে মুক্তি দেওয়া হয়।
স্থগিতাদেশ গত বছরের ২৪ সেপ্টেম্বর শেষ হলেও পরে আবার এ বছরের ২৪ মার্চ পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়।
১৬ মার্চ সরকার আরও ছয় মাসের জন্য তার কারাগারের সাজা স্থগিত করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এই মেয়াদ বাড়ানোর অনুমোদন দিয়েছেন। আগের শর্ত অপরিবর্তিত রেখে তার জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে।
দেশবাসীর কাছে দোয়া কামনা
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিশ্চিত করেছেন, খালেদা জিয়ার করোনা পজিটিভ।
রোববার বিকেলে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, খালেদা জিয়া শারীরিকভাবে ভালো আছেন। দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন তিনি।