কোর্ট হিলকে ‘পরীর পাহাড়’ বলায় আদালতের নিষেধাজ্ঞা
বন্দরনগরী চট্টগ্রামের আদালতপাড়া খ্যাত পাহাড়টিকে 'পরীর পাহাড়' বলার ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। চট্টগ্রামের তৃতীয় সহকারী জজ আদালত এই নিষেধাজ্ঞা দেন।
বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন মামলার বাদী ও চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়া উদ্দিন।
চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি ও মামলার বাদী পক্ষের আইনজীবী এনামুল হক টিবিএসকে বলেন, "ব্রিটিশ সরকার এই পাহাড় অধিগ্রহণ করেছিল 'কোর্ট হিল' করার জন্য। ব্রিটিশ আমলের লাল দালানটি কোর্ট হিল নামেই পরিচিত। কিন্তু, বর্তমান জেলা প্রশাসক এসে এটির নাম পরিবর্তন করে 'পরীর পাহাড়' করতে চান। এই নাম ব্যবহারের বিরুদ্ধে আমরা আদালতের কাছে নিষেধাজ্ঞা চেয়েছিলাম। আজ আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন।"
এর আগে গত রোববার চট্টগ্রামের প্রথম জ্যেষ্ঠ সহকারী বিচারক ইসরাত জাহানের আদালতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পক্ষে মামলাটি করেন সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়া উদ্দিন। এতে বিবাদী করা হয় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, চট্টগ্রামের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং সহকারী কমিশনারকে (ভূমি)।
বিগত মাস দুয়েক ধরে জেলা প্রশাসনের সঙ্গে আইনজীবী সমিতি নতুন দুটি ভবন নির্মাণ নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছেন। বিষয়টি এখন চট্টগ্রামে বেশ আলোচিত।
এ প্রসঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ এই পাহাড়টিকে ব্রিটিশ আমলে অধিগ্রহণের সকল নথিপত্রে 'পরীর পাহাড়' নাম উল্লেখ আছে। এনিয়ে ইতিহাসের বিভিন্ন বইপত্রেও বিভিন্ন তথ্য-উপাত্ত রয়েছে। এছাড়া পরীর পাহাড়কে তার আগের অবস্থানে ফিরিয়ে দিতে সরকারও উদ্যোগ নিয়েছে।
অপরদিকে, জেলা আইনজীবী সমিতি থেকে জানানো হয়েছে, ব্রিটিশ আমল থেকেই কোর্ট ভবন এলাকাটি 'কোর্ট হিল' নামে পরিচিত।