কোভিড-১৯: ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
আজ শুক্রবার সকাল ৮টা নাগাদ গত ২৪ ঘণ্টায় ঘাতক কোভিড-১৯ রোগে মারা গেছেন আরও পাঁচজন। অর্থাৎ, বৃহস্পতিবারের তুলনায় মৃত্যু সংখ্যা বেড়েছে।
একইসময়ে, আরও ২২১ জনকে সার্স কোভ-২ ভাইরাসে পজিটিভ শনাক্ত করা হয়েছে। এদিন ১৭ হাজার ২৪১ জনের নমুনা পরীক্ষার পর দেশে শনাক্তের হার কমে ১.২৮ শতাংশে নেমে আসে।
গত ৪ সপ্তাহ থেকেই সংক্রমণ হার ২ শতাংশের নিচে রয়েছে।
এর আগে বৃহস্পতিবার মাত্র একজনের মৃত্যু ও ২৩৭ জনকে শনাক্তের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
সাম্প্রতিক সংখ্যা যুক্ত হয়ে এপর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে ২৭,৯১২ জনে দাঁড়াল, মোট শনাক্ত ১৫ লাখ ৭২ হাজার ১২৭।
আজ যাদের মৃত্যুর কথা জানানো হয়, তাদের মধ্যে দুজন করে মারা গেছেন ঢাকা ও চট্টগ্রাম বিভাগে, আর একজন মারা গেছেন খুলনা বিভাগে।
এ সময় কোভিড-১৯ মুক্ত ঘোষণা করা হয় ২১৯ জন রোগীকে। সেরে ওঠার হার এখন ৯৭.৭১ শতাংশ।
এপর্যন্ত দেশে কোভিড জনিত কারণে মোট মৃতদের লিঙ্গভিত্তিক বিশ্লেষণ অনুসারে, তাদের মধ্যে ১৭ হাজার ৮৬৮ জন পুরুষ এবং ১০ হাজার ৪৪ জন ছিলেন নারী।
দেশে করোনাভাইরাস সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। কর্তৃপক্ষ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা জানায় ওই মাসেরই ১৮ তারিখে।