কোভিড-১৯ মহামারি: ৪০ দিনে সর্বনিম্ন ৩৭ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ কেড়ে নিয়েছে আরও ৩৭ জনের প্রাণ। বিগত ৪০ দিনের মধ্যে এটাই সবচেয়ে কম দৈনিক প্রাণহানির সংখ্যা। চলতি বছরের ২৮ মার্চ একদিনের ৩ জনের মৃত্যু হয়, তারপর থেকেই দৈনিক মৃত্যুর সংখ্যাটি বাড়তে থাকে।
এনিয়ে দেশে কোভিড মহামারিতে মোট মৃত্যু ১১,৮৩৩- এ উন্নীত হলো বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, সার্বিক প্রাণহানির হার ১.৫৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিত শনাক্ত হয়েছেন ১,৬৮২ জন, ফলে সরকারি হিসেবে এপর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭,৭০,৮৪২ জনে।
তবে আজ শুক্রবার কোভিড নাগাদ পজিটিভ শনাক্ত হওয়ার হার বেড়ে ৯.৮৯ শতাংশে দাঁড়িয়েছে, যা একদিন আগেই ছিল ৮.৪৪ শতাংশ।
গেল বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়, আর প্রথম মৃত্যুর কথা জানানো হয় ১৮ মার্চ।
প্রতিবেশী ভারতে আজ শুক্রবার বিগত ২৪ ঘণ্টায় ৪,১৪,১৮৮ নতুন করে সংক্রমিতকে শনাক্ত করা হয়েছে, ঝড়ে গেচগে ৩,৯১৫ জনের প্রাণ। এর ফলে দেশটির মোট চিহ্নিত সংক্রমণের সংখ্যা ২,১৪,৯১,৫৯৮- এ উন্নীত হয়, মোট মৃত্যু দাঁড়িয়েছে ২,৩৪,৫১৯৮ এ।
তথ্য-পরিসংখ্যান ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার অনুযায়ী, বিশ্বব্যাপী এপর্যন্ত ৩২,৭১,৪৯৭ জীবন প্রদীপ নিভিয়েছে কোভিড, সংক্রমিত করেছে ১৫,৬৭,৫১,৬২৭ জনকে।