কোভিড-১৯: নতুন শনাক্ত ১,৯০৭, মৃত্যু আরও ৩৮ জনের

কোভিড-১৯ মহামারির আরও একটি দিন পার করেছে বাংলাদেশ। আজ শুক্রবার সকাল ৮টা নাগাদ এ রোগে মৃত্যু হয়েছে আরও ৩৮ জনের। অবশ্য তা গত দিনের সংখ্যার চেয়ে কম।
গত এক বছরেরও বেশি সময়জুড়ে মারাত্মক সংক্রামক এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২৭ হাজার ছাড়িয়েছে। এ পর্যন্ত দেশে ২৭ হাজার ১৪৭ জনের মৃত্যু হয়েছে কোভিডজনিত কারণে।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৯০৭ জন। যা গত দিনের ১ হাজার ৮৬২ জনের চাইতে বেশি।
শুক্রবার সকাল ৮টা নাগাদ দেশের ৮০৮টি পরীক্ষাগারে মোট ২৯ হাজার ৭৫৬টি নমুনা পরীক্ষা করা হয়। আর মোট সংগৃহীত নমুনা ছিল ৩০ হাজার ১৬৯টি।
নমুনা পরীক্ষার বিপরীতে পজিটিভ শনাক্তের হার ৬.৪১ শতাংশ। মহামারি শুরুর পর থেকে সব মিলিয়ে এই শনাক্তের সংখ্যা পৌঁছেছে ১৫ লাখ ৪০ হাজার ১১০ জনে।
গত দিনের চেয়ে সংক্রমণ হার কিছুটা বেড়েছে শুক্রবারে, এর আগে ৩১ হাজার ১৪৯টি কোভিড পরীক্ষার বিপরীতে সংক্রমণ ধরা পড়ে শতকরা ৫ দশমিক ৯৮ জনের মধ্যে। যা ছিল গত ৬ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ১১ মার্চ সবচেয়ে কম ৫ দশমিক ৮২ শতাংশ ব্যক্তির করোনা শনাক্ত হয়েছিল।
গত বছর থেকে দুইটি আলাদা ওয়েভে দেশে করোনার উচ্চ সংক্রমণ দেখা গেলেও চলতি বছরের জুনের প্রথমার্ধ থেকেই করোনা শনাক্তের পরিমাণ ব্যাপকহারে বাড়তে শুরু করে। তবে টানা লকডাউনের প্রভাবে বর্তমানে সংক্রমণ হার কমে ১০ শতাংশের নিচে নেমে এসেছে।