কুয়েট বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় ক্যাম্পাসে অস্থিরতা দেখা দেওয়ায় আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার সকালে উপাচার্যসহ সিন্ডিকেট সদস্যদের উপস্থিতিতে এক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিকাল ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সংবাদকর্মীদের জানান উপাচার্য অধ্যাপক ড. কাজী সাজ্জাদ হোসেন।
মঙ্গলবার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক সেলিম হোসেনের মরদেহ তার বাসভবন থেকে উদ্ধার করা হয়। অভিযোগ অনুযায়ী সেদিন সকালে নিজ অফিসে ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে লাঞ্চনার শিকার হন অধ্যাপক সেলিম।
শিক্ষক এবং শিক্ষার্থীদের অভিযোগ, ডিসেম্বরে লালন শাহ হলে ডাইনিং ম্যানেজার নির্বাচনকে কেন্দ্র করে কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান অধ্যাপক সেলিমকে মানসিকভাবে হেনস্তা করে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, মঙ্গলবার ছাত্রলীগ নেতাকর্মীরা আধঘণ্টা অধ্যাপকের কক্ষে অবস্থান করে। এরপর তিনি ক্যাম্পাস সংলগ্ন বাসায় যান। সেখানে বাথরুমে দুপুর ২টার দিকে অচেতন হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে বৃহস্পতিবার সেলিম হোসেনের মৃত্যুর প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন।