কুমিল্লায় সংঘর্ষে আহত ১০, ভোট বন্ধ আধা ঘণ্টা
কুমিল্লার মেঘনা উপজেলার চালিয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ইউনিয়নের রামপ্রসাদেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষ শুরু হয়, আধা ঘণ্টা ধরে চলা সংঘর্ষের সময় ভোটগ্রহণ বন্ধ ছিল।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, নৌকা প্রতীকের প্রার্থী আবদুল লতিফ ও বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের হুমায়ুন কবিরের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। উভয়পক্ষের লোকজন টেঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে ১০ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
তিনি জানান, সংঘর্ষের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।