কুমিল্লায় প্রাইভেটকার খাদে, স্বামী-স্ত্রীসহ নিহত ৩

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরের দিকে বাঙ্গরা থানার কোরবানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের জুলাইপার গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (২৭), তার স্ত্রী (২৪) এবং প্রাইভেট কারচালক নোয়াখালী কবিরহাট উপজেলার সোনাদিয়া গ্রামের আবুল বাশারের ছেলে আবদুর রহমান (২৮)।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর থেকে প্রাইভেটকারযোগে বাঙ্গরার কোরবানপুর বাজার এলাকায় পৌঁছার আগে একটি মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি পার্শ্ববর্তী একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে স্বামী-স্ত্রীসহ তিন জন নিহত হন।
বাঙ্গরাবাজার থানার ওসি মো. কামরুজ্জামান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।