কর্ণফুলীতে ২ জাহাজের সংঘর্ষ, তদন্ত করছে কমিটি
চট্টগ্রামের কর্ণফুলী নদীর মোহনায় ডলফিন অয়েল জেটিতে সিঙ্গাপুরের পতাকাবাহী ‘এমটি ওশেন উইন্টার’ নামের একটি তেলবাহী জাহাজের সাথে বাংলাদেশের পতাকাবাহী জাহাজের সংঘর্ষ হয়েছে। বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজটির নাম ‘বাংলার সৌরভ’।
গতকাল রবিবার (১ সেপ্টেম্বর) ‘বাংলার সৌরভ’ জাহাজটি ঘুরানোর সময় জেটিতে নোঙ্গর করে রাখা ওশেন উইন্টারের গায়ে ধাক্কা লাগে। সংঘর্ষের কারণে তলা ফেটে যায় ‘এমটি ওশেন উইন্টার’ এর। তবে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়নি।
এ প্রসঙ্গে নৌ বাণিজ্য অধিদপ্তরের প্রিন্সিপাল অফিসার কমান্ড্যান্ট ড. সাজিদ হোসেন বলেন, সংঘর্ষে ক্ষতিগ্রস্ত জাহাজটি সিঙ্গাপুরের পতাকাবাকী অয়েল ট্যাংকার। দুইটি জাহাজের সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তীতে পদক্ষেপ নেয়া হবে।’