করোনা সন্দেহে এবার চীনা নাগরিক ভর্তি
করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে জাংওয়াই (২৯) নামে এক চীনা নারীকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার দুপুরে জ্বর নিয়ে তিনি হাসপাতালে এলে তাকে আইসোলেশন বিভাগের করোনা ইউনিটে ভর্তি করা হয়। ৪ ফেব্রুয়ারি তিনি চীনা নিউ ইয়ার উদযাপন শেষে নীলফামারী আসেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন বিভাগের করোনা ইউনিটের তত্ত্বাবধায়ক হুমায়ুন কবির জানান, জ্বর অনুভূত হওয়ায় রোববার বেলা পৌনে ১টায় নীলফামারীর উত্তরা ইপিজেড থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, চীন ফেরত ওই নাগরিককে নিবিড় পর্যবেক্ষণে রাখাসহ বিষয়টি সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) জানানো হয়েছে। তাদের ল্যাব টেকনিশিয়ান দল এখানে এসে নমুনা সংগ্রহ করে নিয়ে যাবে। তার পরেই জানা যাবে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত কি না।
নীলফামারী ইপিজেডের সনিক বাংলাদেশ লিমিটেডের ম্যানেজার হাসিব জানান, চীনা ওই নাগরিক গত চার বছর ধরে স্বামীসহ সনিক বাংলাদেশ লিমিটেড নামের একটি চীনা মালিকানাধীন স্কেল প্রক্রিয়াকরণ কারখানায় চাকরি করতেন। তার বাড়ি চীনের সিচন প্রদেশের সিংডু শহরে।
রমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবদুল মোকাদ্দেম জানান, পরীক্ষার পর বলা যাবে তার শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব রয়েছে কি না। আপাতত আতঙ্কের কিছু নেই।
এর আগে চীন ফেরত তাশদীদ হোসেন ও তৌকির ইসলাম নামে দুই শিক্ষার্থী করোনা ভাইরাসে আক্রান্তের সন্দেহে রমেক হাসপাতালে ভর্তি হয়েছিল। পরবর্তী সময়ে তাদের ঘাম, লালা ও রক্ত পরীক্ষা করে প্রাণঘাতী এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।
এছাড়া আল-আমিন নামে আরেক শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।