করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ শুরু আজ
ভ্যাকসিনের আসন্ন সরবরাহে অনিশ্চয়তা থাকা সত্ত্বেও, আজ থেকে দ্বিতীয় ডোজ টিকাপ্রদান শুরু হচ্ছে।
সবচেয়ে ভাল ফলাফলের জন্য প্রথম ডোজের চার থেকে ছয় সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণের পরামর্শ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। গত ৭ ফেব্রুয়ারি সারাদেশে করোনা প্রতিরোধের গণটিকাদান কর্মসূচী উদ্বোধন করা হয়েছিল।
তবে, প্রথম ডোজ গ্রহণের পর যারা করোনা ভাইরাস দ্বারা সংক্রমিত হয়েছেন, তাদের দ্বিতীয় ডোজ গ্রহণে বিলম্ব হবে।
আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর বিষয়টি নিশ্চিত করে টিবিএসকে বলেন, "প্রথম ডোজ গ্রহণের পরে যারা এই রোগে সংক্রমিত হয়েছেন তাদের জন্য দ্বিতীয় ডোজ গ্রহণের সময়সীমা পিছিয়ে দেয়া হবে, তবে এ নিয়ে উদ্বেগের কোন দরকার নেই। "
"তারা একেকজন যে কেন্দ্র থেকে টিকা নিয়েছিলেন, সেখানে গিয়ে বিষয়টি অবগত করলেই হবে", বলেন ডা. এ এস এম আলমগীর.
করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে দেশে এখন পর্যন্ত ৫৫ লাখ ৬৮ হাজার ৭০৩ জন টিকা নিয়েছেন।
বাংলাদেশ সরকারিভাবে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ৩ কোটি ডোজ কিনছে, যার প্রথম চালানে ৫০ লাখ ডোজ এবং দ্বিতীয় চালানে ২০ লাখ ডোজ দেশে আসে।
এছাড়া গত জানুয়ারিতে ভারত উপহার হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে দেয়। পরবর্তীতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আরও ১২ লাখ ডোজ টিকা উপহার দেয় ভারত সরকার।