করোনায় আক্রান্ত ১০ হাজার ছাড়াল, মৃত্যু আরও ৫ জনের

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন ৬৮৮ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এটি একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে মোট ১০ হাজার ১৪৩ জনের শরীরে শনাক্ত হলো প্রাণঘাতি এই ভাইরাস।
এছাড়া দেশে আরও ৫ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ১৮২ জনে দাঁড়ালো। মৃত ৫ জনই পুরুষ। ৩ জন ঢাকার, ১ জন সিলেট ও ১ জন ময়মনসিংহের।
শুক্রবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ১৪৭ জন করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন। এনিয়ে মোট ৩২৪ জন সুস্থ হয়েছেন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ২০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সারা দেশে বর্তমানে মোট ৩৩টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হচ্ছে।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।
এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:
- মোট আক্রান্ত: ১০ হাজার ১৪৩ জন।
- মারা গেছেন: ১৮২ জন।
- মোট সুস্থ: ৩২৪ জন।
- মোট নমুনা পরীক্ষা: ৮৭,৬৪১টি।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার ইতোমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু করেছে।
এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, শুক্রবার বাংলাদেশ সময় বেলা ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ৩৫ লাখ ৭৯ হাজার ৩০৭ জন মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১১ লাখ ৫৮ হাজার ৯২৭ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ২ লাখ ৪৮ হাজার ৪৩৫ জনের।
সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে যেসব দেশে:
- যুক্তরাষ্ট্র: ৬৮ হাজার ৬০২ জন।
- ইতালি: ২৮ হাজার ৮৮৪ জন।
- যুক্তরাজ্য: ২৮ হাজার ৪৪৬ জন।
- স্পেন: ২৫ হাজার ২৬৪ জন।
- ফ্রান্স: ২৪ হাজার ৮৯৫ জন।
- বেলজিয়াম: ৭ হাজার ৮৪৪ জন।
- জার্মানি: ৬ হাজার ৮৬৬ জন।
- ব্রাজিল: ৭ হাজার ৫১ জন।
- ইরান: ৬ হাজার ২০৩ জন।
- নেদারল্যান্ডস: ৫ হাজার ৫৬ জন।