করোনা আক্রান্ত তিনজনের দুজনই সুস্থ

দেশে করোনা আক্রান্ত তিনজনের দুজনই সুস্থ হয়ে উঠেছেন। বুধবার রাজধানীর মহাখালীতে করোনা ভাইরাস নিয়ে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি বলেন, করোনায় আক্রান্ত রোগী তিনজন। আমি আপনাদের একটু ভালো খবরই দিতে পারব। এই তিনজনের আমরা গতকাল যখন পরীক্ষা করেছি, তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে। আপনারা জানেন, পরপর দুটি নেগেটিভ এলে আমরা তাদেরকে ডিসচার্জ করে দিতে পারি। তিনজনের মধ্যে দুজন এখন নেগেটিভ অলরেডি। আমরা আগেও বলেছিলাম, শারীরিকভাবে তাদের মধ্যে কোনোরকম সমস্যা ছিল না। তারা সুস্থ আছেন। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে প্রটোকল, সেই অনুযায়ী আমরা তাদেরকে রিলিজ করে দেব।
গত ২৪ ঘণ্টায় আইইডিসিআর-এর হটলাইনে ৩২২৫টি কল এসেছে। এ পর্যন্ত ১৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ২৪ ঘণ্টায় করা হয়েছে ১০ জনের। কারও নমুনায় করোনা পাওয়া যায়নি।
অধ্যাপক মীরজাদী সেব্রিনা বলেন, ইতালিতে ভ্রমণ ও জনসমাগম নিষিদ্ধ হওয়া আমাদের জন্য স্বস্তির ব্যাপার। ইতালি লকডাউন। ওখানে আমাদের যারা আছে, তাদের খোঁজ নেওয়া হচ্ছে দূতাবাসের মাধ্যমে। এদিকে, চীনে সংক্রমণ কমছে।
আইইডিসিআর-এর পরিচালক বলেন, যারা অফিসে কাজ করেন, তাদের যেন অফিস সহায়তা করে, ছুটি না কেটে বাড়িতে থেকে কাজ করার অনুমতি দেয়। সেজন্য আমরা অনুরোধ জানাচ্ছি।
হটলাইন নম্বরে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। তাই আমরা একটি হান্টিং নম্বর (০১৯৪৪৩৩৩২২২) করেছি। এ নম্বরে ফোন করলে যে নম্বর ফ্রি থাকবে, সেটাতে পাওয়া যাবে। এ মুহূর্তে নম্বরটিতে পে করতে হবে। এটি টোল ফ্রি করার জন্য কাজ করা হচ্ছে।
তিনি আরও বলেন, ভারত, চীন, যুক্তরাষ্ট্রসহ বেশকিছু দেশের কাছে সহযোগিতার প্রতিশ্রুতি পেয়েছি। সামিট গ্রুপ ৫টি থার্মাল স্ক্যানার উপহার দিয়েছে। ২টি ইতোমধ্যেই ঢাকায় এসে পৌঁছেছে।
আচরণের পরিবর্তনের মাধ্যমে এই ভাইরাস প্রতিরোধ সম্ভব বলে তিনি জানান।