করোনায় ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু
বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে আরও ২ জনের মৃত্যু হয়েছে।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় ২৩৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৩১ শতাংশ। এ সময় সারা দেশে ১৮ হাজার ২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এই নিয়ে করোনা সংক্রমণে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯০৬-এ। আর দেশে মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭১ হাজার ৬৬৯ জন।
আজ নিহতদের মধ্যে একজন ঢাকায় ও একজন চট্টগ্রামে মারা গেছেন।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় ২৭১ জন রোগীকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। করোনা থেকে সুস্থ হওয়ার হার ৯৭ দশমিক ৭১ শতাংশ।
আগের দিন করোনায় ৩ জনের মৃত্যু হয়েছিল, নতুন রোগী শনাক্ত হয়েছিল ২০৬ জন।
কোভিড আক্রান্তদের তথ্য বিশ্লেষণ থেকে জানা গেছে, দেশে মোট মৃতদের মধ্যে ১৭ হাজার ৮৬২ জন পুরুষ এবং ১০ হাজার ৪৪ জন নারী।
বাংলাদেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। আর দেশে প্রথম মৃত্যুর খবর জানানো হয় সে বছরেরই ১৮ মার্চ।