করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪

করোনা ভাইরাসে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এর আগে আরও তিনজন মারা গেছেন। এনিয়ে এ ভাইরাসে মোট চারজনের মৃত্যু হলো।
সব মিলে ৩৯ জনের শরীরে করোনার অস্তিত্ব পেয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে-আইইডিসিআর।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা। দ্বিতীয় দিনের মতো অনলাইনে এ সংক্রান্ত ব্রিফিং করা হয়েছে।
ডা. মীরজাদি জানিয়েছেন, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত ৬ জনের মধ্যে একজন সৌদি প্রবাসী ব্যক্তি রয়েছেন।
তিনি জানান, গেল ২৪ ঘণ্টায় করোনার জন্য খোলা হটলাইনে ১ হাজার ৭০০টি কল এসেছে। এরমধ্যে সবগুলো কলই করোনা সম্পর্কিত। এছাড়া এই সময়ের মধ্যে ৯২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই নিয়ে মোট ৭১২ জনের নমুনা সংগ্রহ করা হলো।
বর্তমানে ৪০ জন আইসোলেশনে রয়েছেন বলেও জানান তিনি।
তিনি বলেন, সরকার আগামী ২৬ মার্চ থেকে ১০ দিনের বাধ্যতামূলক যে ছুটির সিদ্ধান্ত নিয়েছে তা করোনা ভাইরাস মোকাবিলায় ভূমিকা রাখবে।
প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বব্যাপী এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৪ হাজার ৪২৯ জন। এর মধ্যে ১ লাখ ২ হাজার ৫৩৬ জন সেরে উঠলেও প্রাণ গেছে ১৬ হাজার ৫৯১ জনের।