করোনায় বিএসএমএমইউ'র অধ্যাপক গাজী জহিরের মৃত্যু

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. গাজী জহির হাসান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
শুক্রবার রাত ১টা ১৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিএসএমএমইউ'র শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. মোঃ জিল্লুর রহমান ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।
গাজী জহির ময়মনসিংহ মেডিকেল কলেজের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে এখন পর্যন্ত করোনা পজিটিভ হয়ে মারা গেছেন ২১ জন চিকিৎসক। এছাড়া ভাইরাসটির উপসর্গ নিয়ে আরও কয়েকজন চিকিৎসক প্রাণ হারিয়েছেন।