করোনায় প্রাণ গেল আরও এক চিকিৎসকের

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ললিত কুমার দত্ত নামে একজন চিকিৎসক মারা গেছেন। রোববার রাত পৌঁণে একটার দিকে তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে মারা যান।
৭৭ বছর বয়সী ডা. ললিত কুমার দত্ত একজন নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ ছিলেন। তিনি নগরের নালাপাড়া এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. আবদুর রব বলেন, ললিত কুমার দত্ত শনিবার রাতে হাসপাতালে ভর্তি হন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। অবস্থার অবনতি হওয়াতে তাকে আইসিইউতে রাখা হয়। রোববার রাতে তিনি মারা যান।
চট্টগ্রামে এই পর্যন্ত চারজন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুনভাবে ১৯২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৪৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৬৮০ জন।