করোনায় নতুন দুজন শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন দুজন রোগী আক্রান্ত হয়েছেন। দুজনই পুরুষ। দুজনের বয়সই ৫০-এর কোঠায়। মঙ্গলবার বিকালে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা অনলাইন সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ১৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ওই দুজনের শরীরে পাওয়া গেছে করোনার অস্তিত্ব। এদের মধ্যে একজনের বয়স ৫৭ বছর। তিনি সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। তার ডায়াবেটিস রয়েছে।
নতুন আক্রান্ত অন্যজনের বয়স ৫৫ বছর। তিনি বিদেশ ফেরত নন। কীভাবে তিনি আক্রান্ত হলেন, সেটি খতিয়ে দেখা হচ্ছে। তিনিও ডায়াবেটিস আক্রান্ত। এর পাশাপাশি তার উচ্চ রক্তচাপ রয়েছে। তবে তারা দুজনই মোটামুটি সুস্থ আছেন।
অধ্যাপক ডা. ফ্লোরা জানান, এ নিয়ে দেশে মোট ৩৬৩৭ জনের নমুনা পরীক্ষা করা হলো। এখন পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৫১ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন পাঁচজন।
এদিকে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন আরও ছয়জন। তাদের মধ্যে চারজন পুরুষ ও দুজন নারী। একজনের বয়স ৭০ বছর, চারজনের বয়স ৩০ থেকে ৪০-এর মধ্যে এবং অন্যজনের বয়স ৪০ থেকে ৫০-এর মধ্যে। এ নিয়ে দেশে মোট ২৫ জন করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠলেন।
রোগত্বত্ত বিভাগের হটলাইনে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৩৭টি ফোন এসেছিল বলে উল্লেখ করেন তিনি।
এছাড়া সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে মারা যাওয়া যেসব ব্যক্তির শরীরে করোনার উপসর্গ ছিল বলে স্থানীয়ভাবে অনুমান করা হয়েছিল, তাদের নমুনা পরীক্ষা করে কারও মধ্যেই ওই ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, বৈশ্বিক এই মহামারিতে সারা দুনিয়ায় এ পর্যন্ত প্রায় ৮ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ১ লাখ ৭০ হাজার জন সুস্থ হয়ে উঠলেও মারা গেছেন ৩৮ হাজার ৭২০ জন।