করোনায় গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু
শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।
এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ২৩৯ জন।
সারা দেশে ১৬ হাজার ৯১৬টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৪১ শতাংশ।
বৃহস্পতিবার দেশে করোনায় ৮ জনের মৃত্যু হয়, নতুন রোগী শনাক্ত হন ২৩৭ জন।
সর্বশেষ ৪ মৃত্যু নিয়ে করোনা সংক্রমণে মোট ২৭ হাজার ৯৭৩ জন এবং মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭৫ হাজার ৪২৫।
সর্বশেষ যে তিনজনের মৃত্যু হয়েছে, তাদের দুজন মারা গেছে খুলনায় ও একজন ঢাকায়।
এছাড়াও সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৭৭ জন রোগী সুস্থ হয়েছেন, এ সময় সুস্থ হওয়ার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ।
কোভিডে আক্রান্তদের লিঙ্গ বিশ্লেষণ থেকে দেখা গেছে, সারা দেশে মোট মৃতদের মধ্যে ১৭ হাজার ৯০০ জন পুরুষ এবং ১০ হাজার ৭৩ জন নারী।
দেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। প্রথম মৃত্যুর খবর জানানো হয় একই বছরের ১৮ মার্চ।