করোনায় আরও এক পুলিশের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন আরেক পুলিশ সদস্য। রাজধানীর রাজারবাগে পুলিশের কেন্দ্রীয় হাসপাতালে বুধবার সকালে মারা যান সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শ্রী রঘুনাথ রায়। তার বয়স হয়েছিল ৪৮ বছর।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দক্ষিণ বিভাগের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) আলফা কোম্পানিতে কর্মরত ছিলেন তিনি।
তার মৃত্যুর মধ্য দিয়ে করোনাভাইরাস পরিস্থিতিতে জনগণের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব পালনকালে প্রাণঘাতি এই ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রাণ হারালেন ৬ পুলিশ সদস্য। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) (মিডিয়া) মো. সোহেল রানা এ তথ্য জানিয়েছেন।
পুলিশ সদরদপ্তর জানায়, নমুনা পরীক্ষায় করোনাভাইরাস ধরা পড়লে এএসআই রঘুনাথকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার আইসিইউতে নেওয়া হয় তাকে। বুধবার সকাল ৮টা ২০ মিনিটে তিনি মারা যান।
রঘুনাথ রায়ের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তিনি স্ত্রী, এক মেয়ে এবং এক ছেলে রেখে গেছেন। পুলিশের ব্যবস্থাপনায় তার মৃতদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তার শেষকৃত্য হবে।