করোনায় আরও ২৯ জনের মৃত্যু, শনাক্ত ১৯২৯
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২২ জন পুরুষ ও ৭ জন নারী। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৪১২।
এছাড়া কোভিড-১৯ শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৯২৯ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৩ লাখ ২১ হাজার ৬১৫।
শুক্রবার দুপুরে করোনাভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ৯৩টি ল্যাবে ১৩ হাজার ৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৬ লাখ ৫ হাজার ১১১টি।
এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ২২১ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ২ লাখ ১৬ হাজার ১৯১ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।
মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ০৪ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৬৭ দশমিক ২২ শতাংশ, মৃতের হার ১ দশমিক ৩৭ শতাংশ।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ। এ পর্যন্ত মৃত ৪ হাজার ৪১২ জনের মধ্যে ৩ হাজার ৪৫৪ জন পুরুষ এবং ৯৫৮ জন নারী।
এ পর্যন্ত করোনাভাইরাসে মৃতদের বয়স:
- ০ থেকে ১০ বছর বয়সী: ১৯ জন।
- ১১ থেকে ২০ বছর বয়সী: ৩৭ জন।
- ২১ থেকে ৩০ বছর বয়সী: ১০৫ জন।
- ৩১ থেকে ৪০ বছর বয়সী: ২৬৭ জন।
- ৪১ থেকে ৫০ বছর বয়সী: ৫৮৫ জন।
- ৫১ থেকে ৬০ বছর বয়সী: ১,২০৮ জন।
- ৬০ বছরের বেশি বয়সী: ২,১৯১ জন।
বিভাগ অনুযায়ী এ পর্যন্ত মৃতের সংখ্যা:
- ঢাকা: ২,১৩৪ জন।
- চট্টগ্রাম: ৯৫২ জন।
- খুলনা: ৩৬৫ জন।
- রাজশাহী: ২৯৫ জন।
- রংপুর: ২০২ জন।
- সিলেট: ১৯৭ জন।
- বরিশাল: ১৭২ জন।
- ময়মনসিংহ: ৯৫ জন।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।