করোনায় আরও ২১ জনের মৃত্যু, শনাক্ত ৫৭৮

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৮৮৪ জনে।
এছাড়া কোভিড-১৯ শনাক্ত হয়েছে আরও ৫৭৮ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৫ লাখ ২৭ হাজার ৬৩ জন।
শনিবার দুপুরে করোনাভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, আরটি পিসিআর, জিন এক্সপার্ট ও র্যাপিড এন্টিজেনসহ ১৮০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ২২৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৪ লাখ ৪৪ হাজার ৭টি।
এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ৬৩৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৪ লাখ ৭১ হাজার ৭৫৬ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।
মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৩০ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫১ শতাংশ, মৃতের হার ১ দশমিক ৪৯ শতাংশ।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।
এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:
- মোট শনাক্ত: ৫ লাখ ২৭ হাজার ৬৩ জন।
- মারা গেছেন: ৭ হাজার ৮৮৩ জন।
- মোট সুস্থ: ৪ লাখ ৭১ হাজার ৭৫৬ জন।
- মোট নমুনা পরীক্ষা: ৩৪ লাখ ৪৪ হাজার ৭টি।