করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু
করোনাভাইরাসে মারা গেলেন আরও এক পুলিশ সদস্য। তিনি হলেন- মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) এসআই সুলতানুল আরেফিন।
শনিবার সকালে রাজধানীর রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত ৩০ এপ্রিল এ হাসপাতালে ভর্তি হন আরেফিন।
তার গ্রামের বাড়ি জামালপুরে। তিনি স্ত্রী, দুই কন্যা এবং এক পুত্র রেখে গেছেন। পুলিশের ব্যবস্থাপনায় সুলতানুল আরেফিনের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
সুলতানুলসহ এ নিয়ে বাংলাদেশ পুলিশের ৫ সদস্য করোনাভাইরাসে মারা গেলেন। অন্য সদস্যরা হলেন- ওয়ারী ট্রাফিক পুলিশের জসিম উদ্দিন, ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট দক্ষিণ বিভাগের এএসআই মো. আবদুল খালেক, ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগের কনস্টেবল মো. আশেক মাহমুদ এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এসআই নাজির উদ্দিন।
এ পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের ৩৫৬ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তার মধ্যে গত ২৪ ঘণ্টায়ই ২৩২ জন। কোয়ারেন্টিনে আছেন ১২৫০ জন। পাশাপাশি আইসোলেশনে রয়েছেন ১৭৪ জন এবং সুস্থ হয়েছেন ৫৭ জন।