করোনার প্রভাবে লেনদেন সীমিত ব্যাংকগুলোতে

করোনা ভাইরাসের প্রভাবে লকডাউন চলছে সারাদেশে। ফলে খুবই সীমিত আকারে চলছে ব্যাংকগুলোর লেনদেন। রোববার সকাল দশটা থেকে লেনদেন শুরু হয়েছে রাজধানীর ব্যাংক শাখাগুলিতে।
ব্যাংকের কর্মী এবং গ্রাহকরা জানিয়েছেন তারা যে যেভাবে পেরেছেন ব্যাংকে এসেছেন। কেউ পায়ে হেঁটে মতিঝিল পর্যন্ত এসেছেন শাহবাগ থেকে।
কোনো কোনো ব্যাংক শাখায় একেবারে ভিড় নেই, আবার কোনো শাখায় ভিড় দেখা গেছে। মতিঝিল ও দিলকুশায় অধিকাংশ ব্যাংকের শাখা খোলা আছে।
ন্যাশনাল ব্যাংকের দিলকুশা শাখায় ভিড় তুলনামূলক বেশি ছিল। টাকা জমা ও উত্তলোন দুটিই চলছে সমান তালে, জানালেন ওই শাখার ম্যানেজার হাবিবুর রহমান।