করোনার উপসর্গ নিয়ে বগুড়ায় একজনের মৃত্যু
ওই ব্যক্তি গত মঙ্গলবার ঢাকা থেকে বগুড়ায় আসেন। বাড়ি ফেরার পর প্রথমে জ্বর, তারপর সর্দি ও শ্বাসকষ্ট শুরু হয় তার।

ছবিটি প্রতীকী
জ্বর, সর্দি ও শ্বাস কষ্ট নিয়ে বগুড়ায় এক ব্যক্তি মারা গেছেন। তিনি গত মঙ্গলবার ঢাকা থেকে বগুড়ায় আসেন।
মৃতব্যক্তির স্ত্রী সেলফোনে জানান, ওই ব্যক্তি সেদিন বাড়ি ফেরার পর জ্বরে পড়েন। বুধবার সর্দিতে আক্রান্ত হওয়ার পরপরই তার শ্বাসকষ্ট দেখা দেয়।
করনো আক্রান্তদের চিকিৎসার জন্য প্রস্তুত মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার শফিক আমিন কাজল জানিয়েছেন, ওই ব্যক্তি ভাইরাসটিতে আক্রান্ত ছিলেন কি না তা জানতে আইইডিসিআর কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী নমুনা পাঠানো হবে।