করোনামুক্ত হলেন খালেদা জিয়া
১০ এপ্রিল সাবেক এই প্রধানমন্ত্রীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কোভিড-১৯ টেস্টের রেজাল্ট 'নেগেটিভ' এসেছে। তার শরীরে ভাইরাসটি শনাক্ত হওয়ার ২৬ দিন পর তিনি করোনামুক্ত হলেন।
বুধবার তৃতীয়বারের মতো তার কোভিড টেস্ট করানো হয়। সেই টেস্টের রেজাল্ট বৃহস্পতিবার সকালে 'নেগেটিভ' এসেছে বলে খবর প্রকাশ করেছে কালের কণ্ঠ।
এর আগে, গত ১০ এপ্রিল সাবেক এই প্রধানমন্ত্রীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।