করোনাভাইরাসে ল্যাব এইডের চিকিৎসকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন রাজধানীর ল্যাব এইড হাসপাতালের অ্যানেস্থেশিয়া বিভাগের কনসালটেন্ট ডা. শাখাওয়াত হোসেন।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. এহতেশামুল হক দুলাল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার (৮ জুন) সকাল ৯ টার দিকে মারা যান ডা. শাখাওয়াত। সপ্তাহ দুয়েক আগে কোভিড-১৯ এ আক্রান্ত হন তিনি।
"এরপর বাড্ডার এএমজেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই ভেন্টিলেশনে থাকা অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।"
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত কোভিড-১৯ পজিটিভ হয়ে মারা গেছেন ১৯ জন চিকিৎসক।
বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) তথ্য অনুযায়ী, মারাত্মক প্রাণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক হাজার ৭৯ জন চিকিৎসক যার মধ্যে সুস্থ হয়েছে উঠেছেন ৫১২ জন।
সংগঠনটি বলছে, এ ভাইরাসে সারা দেশে ৯৭০ জন নার্স আক্রান্ত হয়েছেন যার মধ্যে মারা গেছেন ৫ জন।