করোনাভাইরাসে প্রাণ গেলো আরও এক পুলিশের

মহামারি করোনাভাইরাসে প্রাণ গেলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের আরও এক সদস্যের।
মোহাম্মদ আলমগীর হোসেন নামে ৫৫ বছর বয়সী এই পুলিশ কনস্টেবল রোববার রাত সাড়ে ১২টার দিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
কনস্টেবল আলমগীরের মৃত্যুর মধ্য দিয়ে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে পুলিশ বাহিনীতে মৃতের সংখ্যা পৌঁছালো ১৯ এ। এ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটির ৬ হাজার ২০৬ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যার মধ্যে সুস্থ হয়েছে উঠেছেন ২ হাজার ৭৬৭ জন।
করোনায় প্রাণ হারানো আলমগীর হোসেন ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের হাজারীবাগ পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা থানার মাজারদিয়া গ্রামে। বৃদ্ধা মা, স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন তিনি।
তার মৃত্যুর বিষয়ে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-গণমাধ্যম ও জনসংযোগ) সোহেল রানা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর থেকেই তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল দুপুর সাড়ে ১২টায় তার মৃত্যু হয়।"
বাংলাদেশ পুলিশের সহায়তায় তার মরদেহ ফরিদপুরের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।