করোনাভাইরাসে দেশে প্রথম শিশুর মৃত্যু

করোনাভাইরাসে দেশে প্রথম শিশুর মৃত্যু হয়েছে। রোববার রাতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ছয় বছরের শিশু আশরাফুল আলম মারা যায়। সে চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ১ নং ওয়ার্ড ওসমানপাড়া প্রবাসী খলিলুর রহমানের ছেলে।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, রোববার রাত ২টা ১০ মিনিটে প্রতিবন্ধী শিশু আশরাফুলকে পটিয়া থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আনা হয়। রাত আড়াইটায় তার মৃত্যু হয়। এখন নিয়ম অনুযায়ী দাফনের ব্যবস্থা চলছে।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা বলেন, চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা গেছে। ইতোমধ্যে শিশুটির বাড়ি হাইদগাঁও ইউনিয়ন লকডাউন করা হয়েছে।
জানা গেছে, আশরাফুল আলমের বাবা খলিল গত দুই মাস আগে মধ্যপ্রাচ্যের দেশ ওমান থেকে বাড়ি ফেরেন। এর মধ্যে ছেলের অসুখ দেখা দিলে গত শনিবার দুপুরে পটিয়া হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে করোনা ধারণা করে রোগীর থেকে স্যাম্পল সংগ্রহ করে হাসপাতাল কর্তৃপক্ষ।
পরে শনিবার রাত ৯টায় ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।
এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাতকানিয়ার এক বৃদ্ধের মৃত্যু হয়। এনিয়ে চট্টগ্রামে মহামারি এ রোগে দুজন মারা গেলেন। চট্টগ্রামে এ পর্যন্ত ১৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
বিবিসি বাংলা জানায়, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট আইইডিসিআর এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, বাংলাদেশে রোববার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষের সর্বনিম্ন বয়স ছিল ৩২ বছর। ফলে এটি বাংলাদেশে দশ বছরের নিচে প্রথম মৃত্যু বলা যায়।