Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • চাকরি
  • প্রবাস
  • অন্যান্য
  • English
The Business Standard বাংলা
tbs
FRIDAY, MAY 20, 2022
FRIDAY, MAY 20, 2022
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • চাকরি
  • প্রবাস
  • অন্যান্য
  • English
করোনাভাইরাসের প্রভাব মৎস্য চাষে, শঙ্কায় চাষীরা

বাংলাদেশ

বুলবুল হাবিব, রাজশাহী
14 April, 2020, 12:25 pm
Last modified: 14 April, 2020, 04:33 pm

Related News

  • নরবলি প্রথার এক বিস্ময়কর স্মৃতিচিহ্ন
  • দুই বছর ধরে বন্ধ ফ্লাইওভার প্রকল্পের কাজ, ভোগান্তিতে রাজশাহীবাসী 
  • রাজশাহীতে বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলা শুরু শুক্রবার
  • টিকিট কেটে ফুল দেখা! রাজশাহীর ড্রিমার্স গার্ডেনে এমনটাই ঘটছে 
  • করোনার বিস্তার রোধে রাজশাহীতে শনিবার থেকে রাত ৮টা থেকে বন্ধ থাকবে হোটেল-রেস্তোরাঁ, ব্যবসাপ্রতিষ্ঠান

করোনাভাইরাসের প্রভাব মৎস্য চাষে, শঙ্কায় চাষীরা

আগে যেখানে রাজশাহী থেকে ঢাকায় গড়ে প্রতিদিন ১৫০ ট্রাক মাছ যেত, এখন তা কমে দাঁড়িয়েছে ২০টি ট্রাকে। তারপরও সেই মাছ কম দামে বিক্রি করতে হচ্ছে চাষীদের।
বুলবুল হাবিব, রাজশাহী
14 April, 2020, 12:25 pm
Last modified: 14 April, 2020, 04:33 pm
ছবিটি প্রতীকী

করোনাভাইরাসের কারণে চলমান এই দুর্যোগে রাজশাহীতে সংকটে পড়েছেন মাছচাষীরা। মাছ বিক্রি কমে এসেছে প্রায় এক চতুর্থাংশে। মাছ বিক্রি করতে না পেরে তারা লোকসানের আশঙ্কা করছেন।

আগে যেখানে রাজশাহী থেকে ঢাকায় গড়ে প্রতিদিন ১৫০ ট্রাক মাছ যেত, এখন তা কমে দাঁড়িয়েছে ২০টি ট্রাকে। তারপরও সেই মাছ কম দামে বিক্রি করতে হচ্ছে চাষীদের। এছাড়া মাছ পরিবহনের ক্ষেত্রেও সম্মুখীন হতে হচ্ছে নানা জটিলতার।

মৎস্য চাষীরা বলছেন, দুর্যোগকালীন পরিস্থিতির কারণে মাছ কেনার ক্রেতা নেই বললেই চলে। ফলে খুব অল্প মাছ পরিবহন করা হচ্ছে। তা-ও বাধ্য হয়ে কম দামে মাছ বিক্রি করতে হচ্ছে। অন্য স্বাভাবিক সময়ে পাইকারী ক্রেতারা মৎস্য চাষীদের কাছে ভিড় করলেও বর্তমানে তাদের পাওয়া যাচ্ছে না।

মৎস্য চাষীদের দাবি, দেশের মোট চাহিদার প্রায় ৮০ শতাংশ কার্প জাতীয় মাছের চাহিদা পূরণ হতো রাজশাহী থেকে। কিন্তু করোনাভাইরাসকালীন এই দুর্যোগে মাছ বিক্রি করতে না পেরে সংকটে পড়েছেন তারা।

মৎস্য অধিদপ্তর জানায়, রাজশাহীতে মোট পুকুর রয়েছে ৫০ হাজার। সেখানে মৎস্য চাষী রয়েছেন ১৯ হাজার। রাজশাহীতে বছরে মাছ উৎপাদিত হয় ৮৫ হাজার টন। যা রাজশাহীর মোট চাহিদার চেয়ে ৩২ হাজার মেট্রিক টন বেশি। গড়ে প্রতিদিন দেড়শ ট্রাক মাছ ঢাকায় যেত। প্রতি ট্রাকে গড়ে ৭০০ থেকে ৯০০ কেজি মাছ থাকত। কিন্তু এই দুর্যোগে তা কমে দাঁড়িয়েছে ২০ ট্রাকে।

রাজশাহীর দুর্গাপুরের মৎস্যচাষী এসরাফআলী। তার ৪০০ বিঘার মতো পুকুর রয়েছে। গত এক সপ্তাহ ধরে মাছ বিক্রি করতে না পেরে লোকসানের আশঙ্কা করছেন তিনি।

এসরাফ আলী বলেন, স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে এক ট্রাক মাছ যেত আমার। অথচ গত এক সপ্তাহ ধরে কোনো মাছই বিক্রি করতে পারছি না। ঢাকায় মাছের তেমন ক্রেতা নেই। আবার নানা ধরনের প্রতিবন্ধকতার কারণে ট্রাকচালকরাও যেতে চাচ্ছেন না।

তিনি আরও বলেন, প্রতিদিন মাছের খাদ্য, ওষুধ ও পানির জন্য হাজার হাজার টাকা খরচ করতে হচ্ছে। মাছের খাদ্য ও ওষুধের সংকট রয়েছে। তারপরও বেশি দামে কিনেই মাছের খাদ্য ও ওষুধ দিচ্ছি।

মৎস্যচাষী সমসের আলী জানান, আমার ১৫০ বিঘার মতো পুুকুর রয়েছে। প্রায় ৬০ বিঘার পুকুরের মাছ বিক্রি উপযোগী হয়েছে। অথচ মাছগুলো বিক্রি করতে পারছি না। সব মাছ পহেলা বৈশাখকেন্দ্রিক বিক্রির একটা পরিকল্পনা ছিল। কারণ অতীতে পহেলা বৈশাখের দিনই আমার ১০ লাখ টাকার মাছ বিক্রি হয়েছে। বৈশাখের প্রথম চার পাঁচ দিনে ৫০ থেকে ৬০ লাখ টাকার মাছ বিক্রি করেছি আগে। অথচ কেজিতে ৫০ টাকা লোকসান দিয়ে গত দুই দিনে তিন হাজার কেজি মাছ বিক্রি করলাম। উপায়ও নেই। কারণ একটা নির্দিষ্ট সময় পর মাছের লিভার ব্লক হয়ে যায়। তখন মাছ আর খাবার খেতে পারে না ধীরে ধীরে ছোট হতে থাকে।

দুর্গাপুরের শালঘড়িয়া গ্রামের মৎস্যচাষী বাচ্চু মিয়া বললেন, চৈত্র মাস চলছে। এই সময় পুকুরে পানি লাগে বেশি। ঘনঘন সেচ দিতে না পারলে পুকুর শুকিয়ে যায়। তারপরও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ পুকুরে পানি সেচের ওপর নিষেধাজ্ঞা চলছে। এই বিদ্যুৎ সংযোগ না দিতে পারার কারণে আমার প্রায় ৬০ বিঘার জমির পুকুর শুকিয়ে গেছে। করোনাভাইরাসের কারণে বিদ্যুৎ অফিস বন্ধ থাকায় সংযোগও নিতে পারছি। একদিকে মাছ বিক্রি করার লোকসান, আরেকদিকে বিদ্যুৎ সংযোগ না পেয়ে পুকুরের পানি শুকিয়ে গেছে।

আইনাল হক নামে আরেক মৎস্যচাষীবলেন, পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে না কবে এই অবস্থার উত্তরণ ঘটবে। পরিস্থিতি ভালো হলেও মৎস্যচাষীরা লোকসানে পড়বেই। তখন একসঙ্গে সবাই পুকুরের মাছ উঠানোর কারণে বাজারে মাছের দাম কমে যাবে।

জেলা মৎস্য কর্মকর্তা অলক কুমার সাহা বলেন, মাছ বিক্রি স্বাভাবিক সময়ের চেয়ে অনেক কমে আসছে। দীর্ঘদিন এই পরিস্থিতি থাকলে মৎস্যচাষীরা বড় ধরনের লোকসানে পড়বে।

Related Topics

টপ নিউজ

রাজশাহী / মৎস চাষ / বাংলাদেশে করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউরোর বিপরীতে রুবলের দাম পাঁচ বছরের সর্বোচ্চ রেকর্ডের কাছাকাছি
  • দেশের ৫টি ব্রান্ডের চিনিতে মিলল মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি
    দেশের ৫টি ব্রান্ডের চিনিতে মিলল মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি
  • সাপের জন্য ভালোবাসা!
  • ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনা স্থগিত করলেন ইলন মাস্ক
  • রিজার্ভ বাঁচাতে কঠোর নিয়ন্ত্রণে সরকার, স্থগিত রাখা হবে বেশকিছু উন্নয়ন প্রকল্পের কাজ
  • ‘মাঙ্কিগেট কেলেঙ্কারি' মানসিকভাবে বিপর্যস্ত করেছিল, মৃত্যুর আগে ব্রেট লিকে জানিয়েছিলেন সাইমন্ডস    

Related News

  • নরবলি প্রথার এক বিস্ময়কর স্মৃতিচিহ্ন
  • দুই বছর ধরে বন্ধ ফ্লাইওভার প্রকল্পের কাজ, ভোগান্তিতে রাজশাহীবাসী 
  • রাজশাহীতে বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলা শুরু শুক্রবার
  • টিকিট কেটে ফুল দেখা! রাজশাহীর ড্রিমার্স গার্ডেনে এমনটাই ঘটছে 
  • করোনার বিস্তার রোধে রাজশাহীতে শনিবার থেকে রাত ৮টা থেকে বন্ধ থাকবে হোটেল-রেস্তোরাঁ, ব্যবসাপ্রতিষ্ঠান

Most Read

1
আন্তর্জাতিক

ইউরোর বিপরীতে রুবলের দাম পাঁচ বছরের সর্বোচ্চ রেকর্ডের কাছাকাছি

2
দেশের ৫টি ব্রান্ডের চিনিতে মিলল মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি
বাংলাদেশ

দেশের ৫টি ব্রান্ডের চিনিতে মিলল মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

3
ফিচার

সাপের জন্য ভালোবাসা!

4
আন্তর্জাতিক

৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনা স্থগিত করলেন ইলন মাস্ক

5
অর্থনীতি

রিজার্ভ বাঁচাতে কঠোর নিয়ন্ত্রণে সরকার, স্থগিত রাখা হবে বেশকিছু উন্নয়ন প্রকল্পের কাজ

6
খেলা

‘মাঙ্কিগেট কেলেঙ্কারি' মানসিকভাবে বিপর্যস্ত করেছিল, মৃত্যুর আগে ব্রেট লিকে জানিয়েছিলেন সাইমন্ডস    

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab