করোনাভাইরাসেই মারা গেছেন সাংবাদিক খোকন
দৈনিক সময়ের আলো পত্রিকার চিফ রিপোর্টার সাংবাদিক হুমায়ুন কবীর খোকনের মৃত্যু করোনাভাইরাসেই হয়েছে। বুধবার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালের কন্ট্রোল রুম ইনচার্জ ও পিআরও তারিক শিবলী।
ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হুমায়ুন কবীর খোকন মঙ্গলবার রাতে মারা যান। তিনি শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
গণমাধ্যমে তারিক শিবলী বলেন, হুমায়ুন কবীর খোকন করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর আমরা তাকে আইসিইউতে চিকিৎসা দিচ্ছিলাম। তাকে সন্দেহজনক কোভিড–১৯ রোগী হিসেবেই যথাযথ নিয়মে চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন।
তারিক শিবলী আরও বলেন, আমরা করোনাভাইরাস টেস্টের জন্য তার নমুনা সংগ্রহ করেছি। তার নমুনা পাঠানোর পর বুধবার আইইডিসিআর মৌখিকভাবে আমাদের জানিয়েছে, ওই সাংবাদিকের করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ এসেছে। তবে আমরা এখন পর্যন্ত লিখিত রিপোর্ট পাইনি।
ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক ফোরামের সভাপতি হুমায়ুন কবীর খোকন এর আগে দৈনিক আমাদের সময়ের হেড অব নিউজ ছিলেন। তিনি মানবজমিনসহ বিভিন্ন পত্রিকায় দক্ষতার সঙ্গে কাজ করেছেন।
তার মৃত্যুতে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং বিভিন্ন সংগঠন ও ব্যক্তি শোক প্রকাশ করেছেন।