কক্সবাজারে গুলিতে আহত শ্রমিক লীগ সভাপতির মৃত্যু
কক্সবাজার সদরের ঝিলংজায় 'প্রতিপক্ষের' হামলায় গুলিবিদ্ধ জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদার (৫৩) মারা গেছেন। রোববার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।
কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ হোছাইন সিকদার জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১টার দিকে গুলিবিদ্ধ জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদারের মৃত্যু হয়।
এদিকে শ্রমিক লীগ নেতা জহিরুলের মৃত্যু সংবাদ কক্সবাজারে পৌঁছাতেই উত্তপ্ত হয়ে উঠেছে জেলার রাজনৈতিক পরিস্থিতি। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে টায়ার জালিয়ে বিক্ষোভ করছে শ্রমিক লীগের নেতা কর্মীরা। বিক্ষোভ-অবরোধে অচল কক্সবাজারে আটকা পড়েছেন কয়েক হাজার পর্যটক।
এর আগে শুক্রবার রাতে কক্সবাজার-টেকনাফ সড়কের সংযোগস্থল লিংকরোডে দুর্বৃত্তের গুলিতে জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদার ও তার ভাই কুদরত উল্লাহ সিকদার গুরুতর আহত হন। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মূলত ইউপি নির্বাচনে প্রভাব বিস্তার ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থকদের আতংকিত করে এলাকাছাড়া করতে এ হামলা করা হয়েছে বলে দাবি করেছেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারি।