এবার লঞ্চ মালিকরা নৌযান চালাতে নারাজ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী চলমান পাবলিক বাস ও ট্রাক ধর্মঘটের মধ্যে আজ লঞ্চ মালিকরা আজ জানিয়েছেন যে, তারা লঞ্চ চালাবেন না।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌযাত্রী পরিবহন সমিতির (বিআইডব্লিউপিসিএ) সেক্রেটারি সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, 'গতকাল আমাদের ভাড়া বৃদ্ধি সংক্রান্ত একটা মিটিং হয়। মিটিংয়ের এক পর্যায়ে বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের সাথে ফোনে কথা হয়। তিনি আজ সাড়ে ১২টায় আমাদের সাথে আলোচনা করবেন বলে জানান। কিন্তু এখন পর্যন্ত তিনি আমাদের সাথে কোনো যোগাযোগ করেননি।
'তাই মালিকরা আজ লঞ্চ চালাতে চাচ্ছেন না। তবে সংগঠনের পক্ষ থেকে কোনো কার্যক্রম দেয়া হয়নি।'
বিশ্ববাজারের অপরিশোধিত তেলের দাম বাড়ার কারণ দেখিয়ে গত বুধবার সরকার ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা করে। এর প্রতিবাদে পরিবহন মালিক ও শ্রমিকরা ভাড়া বৃদ্ধি অথবা জ্বালানির মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য দেশব্যাপী ধর্মঘটের ডাক দেয়।
ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধির প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ডাকা দেশব্যাপী পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনে আজ সকালে চরম ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের।
এছাড়াও চলমান পরিবহন ধর্মঘটের কারণে আজ রাজধানীর কাঁচাবাজারে সবজির দামও বেড়ে গেছে।
এদিকে জ্বালানি তেলের অতিরিক্ত মূল্য প্রত্যাহার অথবা পরিবহন ভাড়া বাড়ানোর আগ পর্যন্ত দেশব্যাপী পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ট্রাক মালিক ও শ্রমিক ফেডারেশনের নেতারা।
আজ শনিবার রাজধানীর ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে তার বাসভবনে বৈঠক শেষে ফেডারেশনের নেতারা বলেন, 'আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ধর্মঘট চালিয়ে যাব।'