এবার মেয়র পদ থেকেও বরখাস্ত হলেন জাহাঙ্গীর
মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির অভিযোগে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে দল থেকে আজীবন বহিষ্কারের পর এবার অন্য অভিযোগ দেখিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদ থেকেও বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে তাকে সাময়িক বরখাস্তের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
তিনি বলেন, "জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ দাখিল হয়েছে। সেগুলো সুষ্ঠু তদন্তের জন্য আমলে নেওয়া হয়েছে। আইনের ধারা অনুযায়ী সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।"
অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, "কিছু কিছু জমি দখলের বিষয় আছে, জনগণের স্বার্থের পরিপন্থী কাজ করার অভিযোগ আছে এবং সরকারি সম্পদ, অর্থ আত্মসাত ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আচে তার বিরুদ্ধে।"
স্থানীয় সরকার মন্ত্রী জানান, জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করতে অতিরিক্ত সচিব মোস্তাকিম বিল্লাহ ফারুকীর নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।