এটিএম শামসুজ্জামান আর নেই
বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান আর নেই। সূত্রাপুরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কন্যা কোয়েল আহমেদ।
শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা ০৬ মিনিটে কোয়েল আহমেদ বাবার মৃত্যু খবর জানিয়ে বলেন, 'আব্বা আর নেই। শুক্রবার বিকেলে আব্বাকে বাসায় নিয়ে আসছিলাম। উনি হাসপাতালে থাকতে চাইছিলেন না। তাই বাসায় নিয়ে আসছিলাম। আব্বাকে নিয়ে আমি রাত ২টা ৩০ মিনিটে বাসায় আসছি।'
অভিনেতা শামসুজ্জামান ঠিক কখন মারা গেছেন কন্যা কোয়েল তা নিশ্চিত করতে পারেন নি। সবার কাছে কোয়েল বাবার আত্মার শান্তির জন্য দোয়া চেয়েছেন ।
গত বুধবার শ্বাসকষ্টে ভুগে রাজধানীর পুরান ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। এছাড়াও বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতা ছিল তার।
এটিএম শামসুজ্জামান ১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর নোয়াখালী জেলার দৌলতপুরে জন্মগ্রহণ করেন।
১৯৬১ সালে উদয়ন চৌধুরীর পরিচালিত বিশ্বকন্যা চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে তার যাত্রা শুরু হয়। সেসময় অসংখ্য চিত্রনাট্য লেখেন তিনি। নারায়ণ ঘোষ মিতার পরিচালিত 'জলছবি' চলচ্চিত্রের জন্য প্রথম কাহিনি ও চিত্রনাট্য লেখেন তিনি। জীবদ্দশায় শতাধিক চিত্রনাট্য লিখেছেন তিনি। সালাউদ্দিন লাভলুর পরিচালিত 'মোল্লাবাড়ির বউ' চলচ্চিত্রের চিত্রনাট্য ছিল তার লেখা শেষ চিত্রনাট্য।
কৌতুকাভিনেতা হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করেন তিনি। ১৯৭৬ সালে আমজাদ হোসেনের 'নয়নমণি' চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি।
এটিএম শামসুজ্জামান একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। চলচ্চিত্রে তার অবদানের জন্য ২০১৫ সালে একুশে পদক পান তিনি।