এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ
কোভিড-১৯ মহামারির কারণে আট মাসের বিরতির পর আজ থেকে (২ ডিসেম্বর) শুরু হলো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। ভাইরাস নিরাপত্তা নির্দেশিকা বজায় রেখে শুরু হয়েছে এ পরীক্ষা।
সারাদেশে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ১৮৩টি প্রতিষ্ঠান থেকে প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে। গত বছরের তুলনায় এবার পরিক্ষার্থীর সংখ্যা ৩৪ হাজার বেশি।
পরীক্ষার্থীদের মধ্যে ৭ লাখ ২৯ হাজার ৭৩৮ জন ছেলে এবং ৬ লাখ ৬৯ হাজার ৯৫২ জন মেয়ে। দেশে এ বছর পরীক্ষা কেন্দ্র রয়েছে ২ হাজার ৬২১টি।
সকাল ১০টা থেকে ১১:৩০ এবং দুপুর ২টা থেকে ৩:৩০, এই দুই শিফটে নেওয়া হবে পরীক্ষা। প্রতিটি পরীক্ষার জন্য নির্ধারিত সময় দেড় ঘণ্টা।
পরীক্ষা শেষ হবে আগামী ৩০ ডিসেম্বর।
এই বছরের পরীক্ষাটি প্রচলিত উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা থেকে ভিন্ন। এবার কম বিষয় এবং একটি সংক্ষিপ্ত সিলেবাসের উপর পরীক্ষা হচ্ছে।
পরীক্ষার্থীদের শুধুমাত্র ৩টি ঐচ্ছিক বিষয়ের অধীনে ৬টি পত্রের জন্য পরীক্ষা দিতে হবে। বাংলা ও ইংরেজির মতো বাধ্যতামূলক বিষয়ে পরীক্ষা হবে না। এর পরিবর্তে তাদের পূর্ববর্তী পাবলিক পরীক্ষার নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে।
এছাড়া, ৬টি পরীক্ষার নম্বরও থাকবে কম।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ৩২ এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীরা ৪৫ নম্বরের পরীক্ষা দেবে।
বিজ্ঞানের শিক্ষার্থীদের ৮টির মধ্যে দুটি রচনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি উত্তরের জন্য বরাদ্দ নম্বর ১০। এছাড়া তাদেরকে ২৫টির মধ্যে ১২টি নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর দিতে হবে।
ব্যবসায় শিক্ষা ও মানবিকের শিক্ষার্থীদের ১১টির মধ্যে দুটি রচনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে এবং ৩০টির মধ্যে ১৫টি নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর দিতে হবে।
গত বছর, এইচএসসি পরীক্ষার্থীদের ফলাফল তাদের পূর্ববর্তী এসএসসি এবং জেএসসি সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্ধারিত হয়েছিল এবং অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরা স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী ক্লাসে উন্নীত হয়েছিল।