ইউএনও’র ওপর হামলা: ঘোড়াঘাট থানার ওসি প্রত্যাহার
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার বাবার ওপর হামলার ঘটনায় ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের পুলিশ সুপার আনোয়ার হোসেন।
জানা গেছে এরই মধ্যে তাকে ঘোড়াঘাট থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
রংপুর সদর থানার পরিদর্শক আজিম উদ্দিনকে পদোন্নতি দিয়ে ঘোড়াঘাট থানায় নতুন অফিসার ইনচার্জ এর (ওসি) দায়িত্ব দেওয়া হয়েছে।
ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার উপর হামলার ঘটনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং ওই রাতে পুলিশের টহল নিয়ে প্রশ্ন উঠে এই ওসির বিরুদ্ধে। এছাড়াও তার সময়েই নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার উপরও হামলা হয়েছিল।