ইউএনও'র ওপর হামলা: আটক ৩ নেতাকর্মী যুবলীগ থেকে বহিষ্কার
ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক যুবলীগের ৩ নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক ও ওসমানপুর সাগরপাড়া এলাকার আবুল কালামের ছেলে জাহাঙ্গীর হোসেন (৪২), একই উপজেলার সিংড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি মাসুদ রানা (৩৪) এবং রানীগঞ্জ কশিগাড়ী এলাকার আমজাদ হোসেনের ছেলে ও যুবলীগ সদস্য আসাদুল ইসলাম (৩৫)।
দিনাজপুর জেলা যুবলীগ সভাপতি রাশেদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘোড়াঘাট উপজেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর ও সদস্য আসাদুলকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে। আর জেলা থেকে বহিষ্কার করা হয়েছে ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ রানাকে।
এর আগে বিকেলে রাশেদ পারভেজ জানিয়েছিলেন, জাহাঙ্গীর হোসেন ও মাসুদ রানাকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে। মোবাইল ফোনে বিষয়টি কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল নিশ্চিত করেছেন বলেও জানিয়েছিলেন রাশেদ।
তিনি বলেন, 'যুবলীগের আহ্বায়ক হলেও সেই কমিটি হয়েছিল ৩ বছর আগে। সাধারণ নিয়মে ৩ মাসের বেশি সময় হলে সেই কমিটির কার্যকারিতা থাকে না। এরপরেও জাহাঙ্গীর ও আসাদুলকে বহিষ্কারের জন্য স্থানীয় সংসদ সদস্যের ডিও নিয়ে সুপারিশসহ কেন্দ্রে চিঠি দেওয়া হয়েছিল। কারণ উপজেলা কমিটির হওয়ায় তাদের বহিষ্কার করার ক্ষমতা জেলা কমিটির নেই। আমরা শুধু কেন্দ্রে সুপারিশ করতে পারি।'
জানা যায়, জাহাঙ্গীর হোসেন ২০১৭ সাল থেকে ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে স্থানীয় সংসদ সদস্যও ক্ষুব্ধ। এর আগে গত ৭ জুন তাকে বহিষ্কারের জন্য স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিকের ডিও ও জেলা যুবলীগের সুপারিশ কেন্দ্রে পাঠানো হয়েছিল। কিন্তু তাকে তখন বহিষ্কার করা হয়নি।